‘বন্ধু নয়’ এমন আরও ৫ দেশের নাম জানাল রাশিয়া

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের কারণে মস্কোর সঙ্গে ‘শত্রুসুলভ আচরণ’ করায় ‘বন্ধু নয়’ তালিকায় আরও পাঁচটি নাম যোগ করেছে রাশিয়া। নতুন দেশগুলোর প্রত্যেকটি ইউরোপের। দ্য মস্কো টাইমস’র খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার এ তালিকা প্রকাশ করে মস্কো। অ-বন্ধু তালিকায় স্থান পাওয়া দেশগুলো হলো- গ্রিস, ডেনমার্ক, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও স্লোভাকিয়া। এর আগে ২০২১ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ও চেক প্রজাতন্ত্রকে এ তালিকায় যোগ করে রাশিয়া। খবর বাংলানিউজের।
মস্কো জানিয়েছে, ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনা করায় এ পাঁচটি দেশ তাদের বিরুদ্ধাচরণ করেছে। ২৪ ফেব্রুয়ারির পর থেকে তারা ইউক্রেনকে দৃঢ় সমর্থন দিয়ে আসছে। যা বন্ধুপ্রতীম রাষ্ট্রের আচরণের সঙ্গে মানানসই নয়। তালিকা প্রকাশের পর সরকারি এক ডিক্রি জারি করে বলা হয়, স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া রাশিয়ায় তাদের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে কর্মচারী নিয়োগ করতে পারবে না। দেশটিতে অবস্থিত গ্রিসের দূতাবাস ও কনস্যুলেটগুলোয় বর্তমানে ৩৪ জন স্থানীয় কর্মী রয়েছেন। ডেনমার্ক ও স্লোভাকিয়ার দূতাবাস ও কনস্যুলেটগুলো কর্মী সংখ্যা যথাক্রমে ২০ ও ১৬ জনে সীমাবদ্ধ। গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে রাশিয়া তাদের বন্ধু নয় এমন দেশের তালিকা সমপ্রসারণ করলো।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল ও বাবু ভাই’র দক্ষিণ চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত