বন্ধু তোমায় মনে পড়ে

সাফকাত জাহান | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বন্ধু বড় অমূল্য ধন। মনে পড়ে সেই ছোট কালের বন্ধুকে। স্কুল জীবনের বন্ধুকে। একদিন কানাডায় মেট্রোতে চলার সময় দুটো ছেলেকে দেখলাম। যাদের মধ্যে বন্ধুত্ব দেখে আমার সেই ছোটকালের বন্ধুর কথা মনে পড়ে গেল। স্কুল জীবনে আমার অসম্ভব প্রিয় যে বন্ধু ছিল সে বন্ধুর সাথে আমার যে ধরনের একটা খুনসুটি সম্পর্ক ছিল সেরকম একটা বন্ধুত্ব খুঁজে পেলাম সে দুটো ছেলের মধ্যে। বয়স ১৩ কি ১৪ হবে। দুজনেই মেট্রোতে আমার সামনে দাঁড়িয়ে। তারা যে স্কুল থেকে ফিরে যাচ্ছিল তা বোঝা যাচ্ছে, কিন্তু তাদের সেই বন্ধুত্ব এবং তাদের একজন আরেকজনের দুষ্টুমির ব্যাপারটা আমি খুব উপলব্ধি করছিলাম। তাদের দেখে আমার নিজের জীবনের বন্ধুর কথা মনে পড়ে গেল। আমি আর আমার বন্ধু রুবা স্কুল থেকে একসাথে বাসায় ফিরতাম। বন্ধুর বাসা আমার বাসার আগে ছিল। তাও সে একসাথে হেঁটে হেঁটে গল্প করতে করতে ঘুরে বাসায় যেত। বাসায় ফিরে আবার দুই বন্ধু ফোনে গল্প শুরু করতাম। সে সময় ছিল ল্যান্ড ফোনের যুগ। আহা কী গল্প আমাদের। আজ ৩৫ বছর পর দুই বন্ধু থাকি পৃথিবীর দুই দেশে। আজও আমাদের বন্ধুত্ব আছে আগের মতোই। জীবনের বাস্তবতায় আমরা সবাই ব্যস্ত। কিন্তু আজও বন্ধুত্ব অটুট। বন্ধু তুমি যেখানেই থাকো ভালো থেকো।

পূর্ববর্তী নিবন্ধফাগুনের দিন ও ভালোবাসা
পরবর্তী নিবন্ধমাতাল হাওয়া ছুঁয়ে যায় তনুমনে