বন্ধুর ছুরিকাঘাতে নগরে যুবক খুন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

প্রকাশ্যে বন্ধুর ছুরিকাঘাতে নগরে খুন হয়েছেন আব্দুল আল মনির পিন্টু (৩৬) নামে এক যুবক। গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে বায়েজিদ থানার আলীনগর রমিজ সওদাঘরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এক সময়ের বন্ধু বার্মা কলোনির দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগীরা পিন্টুকে খুন করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতের স্বজনদের দাবি, চাঁদা না দেয়ায় খুন হয়েছে সে।

এ ঘটনায় গতকাল রোববার পিন্টুর স্ত্রী হোসনে আরা আক্তার রেশমী বাদী হয়ে দেলুসহ ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা দায়ের করেছেন। এর মধ্যে এজাহারনামীয় দুই আসামি মো. আলম (৩২) ও মো. মহিউদ্দিন প্রকাশ গোলাপকে (৩২) গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। অন্য আসামিরা হচ্ছেনদেলোয়ার হোসেন দেলু (৩৫), মো. আলমগীর হোসেন (৩২), মো. জাহিদ হোসেন জাহিদ, মো. লিজন, মো. জাকির হোসেন বাবু প্রকাশ জিবনী বাবু ও মো. হাসান (২৮)

নিহত পিন্টু ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মৃত মো. আবুল কাশেমের সন্তান। নগরের হিলভিউ অবাসিকের ৩ নম্বর রোডের নবীনগর কলোনির কাশেম মিলিটারি বাড়িতে থাকেন। পেশায় তিনি থাই অ্যালুমিনিয়ামের মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিন্টুর বন্ধু ছিল দেলোয়ার। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দেলোয়ার ও তার সহযোগীরা শুক্রবার দিবাগত রাতে পিন্টুকে একা পেয়ে ছুরিকাঘাত করে। প্রকাশ্যে ছুরিকাঘাত করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। ছুরিকাঘাত করে চলে যাওয়ার পর পিন্টুকে গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিন্টুর স্ত্রী হোসনে আরা আক্তার রেশমী আজাদীকে বলেন, দেলোয়ার হোসেন দেলু আমার স্বামীকে হত্যা করেছে। দেলুর সাথে আরো অনেক ছেলে ছিল, দেলু মারার সময় ওরা সবাই আমার স্বামীকে ধরে রাখে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পিন্টু ও তার বন্ধু দেলোয়ারের মধ্যে বিরোধ ছিল। এর জেরে দেলোয়ার ও তার লোকজন মিলে পিন্টুকে ছুরিকাঘাত করে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হাসপাতালে আনয়নকারী জানিয়েছেন পূর্ব থেকে ফুটপাতে ব্যবসা নিয়ে দ্বন্দের জের ধরে দেলু নামে এক যুবক ছুরিকাঘাত করে পিন্টুকে।

এদিকে পিন্টুর হত্যার প্রতিবাদে গতকাল নবীনগরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এসময় তারা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে অংশ নেয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন, পিন্টুকে এর আগে মারধর করেছে দেলোয়ার। এ ঘটনায় থানায় মামলাও করে। মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিল দেলোয়ার। সর্বশেষ একা পেয়ে তাকে খুন করে।

আরেকজন বলেন, দেলোয়ার চাঁদাবাজ। সে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করে। পিন্টুর কাছেও চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করায় জীবন দিতে হল পিন্টুকে।

পূর্ববর্তী নিবন্ধ২ নম্বর গেটে বাসচাপায় কলেজ ছাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধ২৪টির পরিবর্তে ১৮ পদে নির্বাচন হবে চট্টগ্রাম চেম্বারে