বন্ধুত্ব একটি অনুভুতি। সকল সম্পর্কের সেরা অবস্থান। যার অনেকগুলো বিশেষণ দেয়া যায়। সত্য–মিথ্যার এই সময়টাতে এমন সম্পর্কই নির্ভরতা দেয়। এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। নানাভাবে পথ দেখায়। কখনো মানসিক সার্পোট দিয়ে কখনোবা পাশে থেকে। সত্যিকার অর্থে এটি যারা ধারণ করে তারাই ভালো বলতে পারবে। আমার কাছে বন্ধুত্বের সম্পর্ক হতে হবে স্বচ্ছ কাচের মত। যার মাঝে থাকবে না কোনও জড়তা কিংবা প্রতিযোগিতা। নির্ভরতা জুড়ে থাকবে এর মাঝে। বয়স, ধর্ম, বর্ণ, বৈষম্য কোনও কিছুতেই এর বাধার কারণ হিসেবে থাকে না। বিশ্বায়নের এই যুগে অনেকটাই সহজলভ্য বন্ধুত্ব। কিন্তু আনুপাতিক হারে টেকসই বন্ধুত্ব হয় খুবই কম। আত্মিক যে সম্পর্ক হওয়ার কথা তা বেশিরভাগ ক্ষেত্রে অনুপস্থিত। স্বার্থ সিদ্ধির জন্য সত্যিকার বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে। দুষ্টুচক্র কর্তৃক বন্ধুত্বকে পুঁজি করে অনেকেই ঠকছে। অনেকেরই অসহায়ত্বের সুযোগে হয়েছে সর্বশ্বান্ত। পবিত্র সম্পর্কের মাঝে হয়েছে অপবিত্রতা। এটি নিছকই সম্পর্ককে অসম্মান করার সামিল।
বন্ধুত্বের যে উদ্দেশ্য এবং গন্ডি তা যদি সত্যিকারার্থে শতভাগ প্রতিফলিত হতো তাহলে একে অপরের বিশ্বাসের জায়গাটা টেকসই হতো। মনের মিল থাকলে মতের শত অমিলের মাঝেও পারস্পরিক সহযোগিতাপূর্ণ শ্রদ্ধাবোধ থাকতো। ধর্ম–বর্ণের বৈষম্য নিয়ে আলাদা আলাদা গোত্র তৈরি হতো না। মানুষের পবিত্র সত্তা মনুষ্যত্ব লোপ পেতো না।
এতকিছুর পরেও টিকে থাকুক কিছু সত্যিকার আত্মার বন্ধন। এমন বন্ধুত্বের প্রতি রইল গভীর শ্রদ্ধা।