বন্ধুত্ব সম্পর্ক অটুট থাকুক আজীবন

মুহাম্মদ আরফান ক্বাদেরী | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

পৃথিবীতে বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যে সম্পর্কে লুকিয়ে আছে জীবনের সব পূর্ণতা, যদি মনের মত বন্ধু হয়। তাইলে তো আর কথায় নেই। প্রতিটি মানুষের জীবনে বন্ধু আসে কালের আবর্তে হারিয়ে কিছু রইয়ে যাই। তাই চলার পথে কমসংখ্যক বন্ধু হোক কিন্তু বন্ধুগুলো যে পারফেক্ট হয়। কেননা একজন ভালো বন্ধু একশোটি লাইব্রেরি সমান। তাই বন্ধু বিবেচনায়ও সতর্কতা হতে হবে কেন না আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর দিকে তাকালে বুঝা মুশকিল হবে যে গ্রামের উচ্চ মধ্যবিত্ত পরিবারে সন্তানের তাঁর বন্ধুর পাল্লায় পড়ে কতটা মাদকের আসক্ত হয়েছে।

একজন ভালো বন্ধু কে না চাই? তাই আশপাশে অসংখ্য মানুষের ভীড়ে হাতে গুনে অল্প কয়েকজন কে রেখেছি যাঁরা হাজারো ডিপ্রেশনে আমার প্রেসক্রিপশন। সুতরাং জীবনে যাই হোক, কখনো বন্ধুত্ব বন্ধন ছিন্ন করো না। অটুট থাকুক আমাদের বন্ধুত্বের ভালোবাসার বন্ধন।

পূর্ববর্তী নিবন্ধশিবপ্রসাদ চট্টোপাধ্যায় : ভারতীয় ভূগোলের জনক
পরবর্তী নিবন্ধবস এবং বউ সমাচার