নৃশংস সত্য বলার পর যে পাশে থাকবে সে–ই প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু হাজার জন দরকার হয় না। বন্ধুত্ব হলো বিশ্বস্ত সম্পর্ক। বন্ধুদের সাথে মন খুলে কথা বলা যায়।নিজের সমস্যা, জগতের সমস্যা নিয়ে আলোচনা করা যায়।বন্ধুত্ব হলো ভরসার স্থল। বিপদে পাশে দাঁড়াবে বন্ধু। হাজার সমস্যা মোকাবেলায় পাশে থাকবে বন্ধুরা। কোন বন্ধু ভুল করলে, বিপদে পড়লে তাকে পাশে না রেখে ছুঁড়ে ফেলে দিলাম তাদের কখনই বন্ধু বলে না। তারা মুখোশ পরা বন্ধু। মুখোশ খুলে দিলে হয়তো তাদের আর সামনে পাওয়া যায় না। তাতে কি? অমন বন্ধু থাকার চেয়ে না থাকা মঙ্গল। এক সাথে শত বছর থাকলেও বন্ধুত্ব হয়ে যায় না যদি সমস্যার সময় তার পাশে না দাঁড়িয়ে সহযোগিতা না করে দূর হতে তার সমস্যায় নেতিবাচক কথা বলা হয়। বন্ধুত্ব মানে নির্ভরতা। খারাপ সময়ে যে ছেড়ে যায়, সে কখনই প্রকৃত বন্ধু নয়। সবশেষে বলবো যে, বন্ধু বাছাইয়ে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে।