বন্ধুতা

রিফাত ফাতিমা তানসি | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

বন্ধু মানে গন্ধ বকুল
বন্ধু মানে নকশীকাঁথা…
বন্ধু মানে ভোরের পরশ
এলোমেলো পত্র গাঁথা…
বন্ধু মানে মনের খোরাক
বন্ধু মানে স্বপ্নচারিতা…
বন্ধু মানে প্রাণের ভ্রমর
গভীর জালে জড়িয়ে থাকা…
বন্ধু মানে মন পাখিটা
বন্ধু মানে মধ্যরাত…
বন্ধু মানে কেমন কেমন
পাগল করা ঝিঁঝিঁর ডাক…
বন্ধু মানে কথা বলা
বন্ধু মানে আড্ডাবাজি…
বন্ধু মানে গল্পগুজব
সকাল, বিকেল রাত্রি সাঁঝি…
বন্ধু মানে স্নিগ্ধ আবেশ
বন্ধু মানে ঘ্রাণের আব…
বন্ধু মানে স্মৃতির দুয়ারে
ঢুলুঢুলু মাতাল ভাব…
বন্ধু মানে খানিক সময়
বন্ধু মানে বাদ্যশাঁখ …
বন্ধু মানে সারাবেলা
জটলা বাঁধা দাঁড়কাক…
বন্ধু মানে চা’য়ের কাপে
টুং টাং সব শব্দের তান…
বন্ধু মানে এক পশলা বৃষ্টি
আর
বন্ধু মানে…
গীটারের সুরে বোনা,
মিষ্টি অভিমান …

পূর্ববর্তী নিবন্ধহায় ঈগল ক্ষমা করো
পরবর্তী নিবন্ধসৈয়দ মহিউদ্দিন : জীবনমুখী আঞ্চলিক গানের সফল স্রষ্টা