বন্ধুকে বন্ধক রেখে ইয়াবা নিয়ে পালিয়ে যায় আরেক বন্ধু। ৫ দিন পর গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে জিম্মিদশা থেকে ওই যুবককে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। মিজানুর রহমান (২৫) নামের ওই যুবককে এতোদিন উখিয়ার ৬ নং ক্যাম্পে রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীদের আস্তানায় জিম্মি করে রাখা হয়েছিল। মিজান ময়মনসিংহের নান্দাইল মাঝিরঘাট গ্রামের আবদুল মান্নানের ছেলে। সে এখন এপিবিএন পুলিশের হেফাজতে রয়েছে।
উখিয়া ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক মো. নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ইয়াবা লেনদেনের ঘটনায় এক বাংলাদেশি যুবককে রোহিঙ্গা ক্যাম্পে জিম্মি করে রাখা হয়েছে। পরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোহিঙ্গা ক্যাম্প থেকে মিজানুর রহমান নামে ওই যুবককে উদ্ধার করা হয়। সে চট্টগ্রামের নাঈম নামের এক বন্ধুর সাথে ৫ দিন আগে রোহিঙ্গা ক্যাম্পে আসে। নাঈম তাকে রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীদের নিকট বন্ধক রেখে ইয়াবা নিয়ে চলে যায়। সেই থেকে তাকে ক্যাম্প – ৬ সি/১৩ ব্লকের রোহিঙ্গা সৈয়দ নুরের ঘরে আটকে রাখা হয়। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।