বন্ধন!

মোস্তাফিজুর রহমান | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

আহা একি মায়া ফেলেছে যে ছায়া মনেরই গভীরে,

ভালোবাসার বন্ধনে গড়েছে নীড় দুজনার অন্তরে!

নেই কৃত্রিমতা, আছে ভালোবাসার বহিঃপ্রকাশ,

সযত্নে তাই একে অন্যকে তুলে দিচ্ছে মুখের গ্রাস!

শান্তির নীড় গড়েছে ওরা আমারই কুঁড়েঘরে,

ওদের বন্ধন দেখে আমরা যাই, লজ্জায় মরে!

এমন ভালোবাসার উদাহরণ পশুপাখিতে থাকে,

প্রত্যাশা, মানুষের প্রতি মানুষ তেমন দৃষ্টান্ত রাখে!

পূর্ববর্তী নিবন্ধপরমায়ু প্রার্থনায়
পরবর্তী নিবন্ধআগুনমানুষ উপখ্যান