বন্দুকসহ যুবক আটক

লামা প্রতিনিধি | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

লামায় দেশীয় তৈরি বন্দুকসহ অংছিং থোয়াই মার্মা (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত রোববার গভীর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের শীবাতলী পাড়া থেকে তাকে আটক করা হয়। অংচিং থোয়াই মার্মা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংহ্লারী পাড়ার বাসিন্দা মং থুইহ্লা মার্মার ছেলে। স্থানীয়রা জানায়, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক নিয়ে অংছিং থোয়াই মার্মা (২৫) রোববার এলাকার লোকজনকে হুমকি ও ভয়-ভীতি দেখায়।এক পর্যায়ে স্থানীয়রা ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুককে খবর দিলে গিয়ে রোববার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে আটক করেন চেয়ারম্যান। পরে ফাইতং পুলিশ ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থল থেকে বন্দুক সহ অংছিং মার্মাকে আটক করে থানায় সোপর্দ করেন পুলিশ। ইউপি চেয়ারম্যান ওমর ফারুক জানান,এলাকাবাসীর একাধিক ফোন পেয়ে রাতে দুর্গম ঐ এলাকায় গিয়ে তাকে আটক করা হয়। বন্দুক সহ অংছিং মার্মাকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে বেআইনী ভাবে অস্ত্র রাখার অপরাধে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন
পরবর্তী নিবন্ধকৃষির উন্নয়নে বিশ্ব ব্যাংকের ৫০ কোটি ডলারের প্রকল্প আসছে