বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত

রুমায় গোপন আস্তানায় অভিযান

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলি হয়েছে। এসময় বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ জন সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।

আইনশৃংখলা বাহিনী জানায়, রুমা উপজেলার মুন্নম পাড়া পাহাড়ের অদূরে জঙ্গলে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে উভয় পক্ষে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে। এসময় অস্ত্রধারীরা পিছু হটে পালিয়ে গেলে আস্তানা থেকে অস্ত্রধারীদের ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। এ ঘটনায় বন্দুকযুদ্ধে কেএনএফের অস্ত্রধারী ৩ সদস্য নিহত হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান বলেন, অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

এদিকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্ত্রধারীরা গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশআনসারের অস্ত্র লুট এবং অর্থ লুটের ঘটনা ঘটায়। এ ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় যৌথবাহিনীর চলমান অভিযানে এ পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের তৎপরতা কিছুদিন বন্ধ থাকলেও এখন আবার চাঙা হয়ে উঠেছে। অস্ত্রধারী সংগঠনটি রুমা, থানচি, রোয়াংছড়ি এবং রাঙামাটির বিলাইছড়ি এই চারটি উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে কয়েকবছর ধরে।

পূর্ববর্তী নিবন্ধলঘুচাপটি ঘনীভূত, সুস্পষ্ট লঘুচাপে পরিণত
পরবর্তী নিবন্ধচোখে মরিচের গুঁড়ো ছুড়ে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা