চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত চট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব–১২ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) এবং চিটাগং ক্রিকেট একাডেমি। গতকাল শুক্রবার বন্দরের শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের দুটি খেরা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল ৪ উইকেটে ব্রাদার্স ক্রিকেট একাডেমি (এ) দলকে পরাজিত করে। টসে জিতে ব্রাদার্স ক্রিকেট একাডেমি (এ) দল প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২১ রান করে ব্রাদার্স। দলের রাহুল সর্বোচ্চ ২৭ রান করে।
চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দলের পক্ষে ১৫ রানের বিনিময়ে উইকেট পায় মোবাশ্বির হুদা। জবাব দিতে নেমে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ৬ উইকেট হারিয়ে ১২২ রান তুলে নেয়। দলের হাফিজুর সর্বোচ্চ ৬৭ রান করে। সানি ৪ ওভার বল করে ৩টি উইকেট পায়। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দলের হাফিজুর ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে ম্যান অব দি ম্যাচ ট্রফি প্রদান করেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের উপ–পরিচালক ডা. সারওয়ার আহমেদ খেলা শেষে।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় চিটাগং ক্রিকেট একাডেমি ৮৭ রানে ইস্পাহানী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে চিটাগং ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫১ রান করে। দলের শ্রীকান্ত সর্বোচ্চ ৭০ রান করে। জবাবে ইস্পাহানী ক্রিকেট একাডেমি সব উইকেটের বিনিময়ে মাত্র ৬৪ রান করে। দলের জাহিদুল সর্বোচ্চ ১৮ রান করে এবং শ্রীকান্ত ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে ম্যান অব দি ম্যাচের ট্রফি প্রদান করেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক মো. গোলাম মরতুজা। টুর্নামেন্টে আজকের প্রথম খেলায় অংশ নেবে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি এবং চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) (সকাল ৯টায়)। দ্বিতীয় খেলায় অংশ নেবে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি (বি) (বেলা ১.৩০টায়)।












