চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত চট্টগ্রাম বন্দর কাপ অনুর্ধ্ব–১২ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে বন্দর স্পোটর্স কমপ্লেক্স (লাল) দল। গতকাল বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম বন্দর স্পোটর্স কমপ্লেক্স (লাল) দল ৭ উইকেটে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। টসে জিতে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান করতে সমর্থ হয় দলটি। ইয়াসিন আরাফাত দলের পক্ষে সর্বোচ্চ ৯ রান করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দলের পক্ষে ১০ রানের বিনিময়ে মোবারক হোসেন ২টি উইকেট নিয়েছে। ৪৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামা চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করার পাশাপাশি ফাইনালও নিশ্চিত করে। দলের পক্ষে আবদুল্লাহ আদি সর্বোচ্চ ১০ রান করে। বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দলের পক্ষে আয়ান দে ৪ ওভার বল করে ১টি উইকেট নিয়েছে। বিজয়ী চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দলের মোবারক হোসেন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী সচিব এ. এন. এম. ফারুক হোসেন চৌধুরী। দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। ফলে ম্যাচটি বডিলি শিফট হয়ে আজ সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।