চট্টগ্রাম বন্দরের এনসিটি বেসরকারিকরণের বিরুদ্ধে জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ইব্রাহিম খোকনের নেতৃত্বে আগামী ২৮ শে মে (বুধবার) সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বন্দর ভবন প্রধান গেট সম্মুখে অবস্থান ধর্মঘট ও প্রতীকি অনশন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বন্দরের বনোজা রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মসূচিতে ডক বন্দর অঞ্চলের সকল মেহনতি শ্রমিক ও কর্মচারীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
এ সময় বন্দর শ্রমিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পারভেজ সুমন, শামসুর রহমান স্বপন, হুমায়ুন কবির (নিমতলা), আব্দুর রউফ লিটন, সামসু মিয়া টুকু, খন্দকার মাসুদুজ্জামান, খন্দকার রাজু আহমেদ, আব্দুল আল মামুন সহ অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি।