বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সমাবেশে শ্রমিক নেতারা বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালের পরিচালনার জন্যে ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের উদ্যোগ দেশের সাথে অন্তর্বর্তী সরকারের বিশ্বাসঘাতকতা। ডিপি ওয়ার্ল্ড কোনো সুদক্ষ বা উচ্চতর রেকর্ডধারী প্রতিষ্ঠান নয়। গত শনিবার বিকালে কোতোয়ালী মোড়ে চট্টগ্রাম জেলা কমিটির কার্যকরী সভাপতি শ্রমিক নেতা মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, পরিবহন শ্রমিক নেতা সাইফুল ইসলাম শাহীন, নাভানা ব্যাটারিজ শ্রমিক–কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, বেকারি অ্যান্ড কনফেশনারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রুবেল, অ্যাড. জহিরউদ্দীন মাহমুদ ও মো. জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।









