বন্দর-পতেঙ্গা ও বোয়ালখালী আসনে সর্বোচ্চ প্রার্থী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আওয়ামী লীগের সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) এবং চট্টগ্রাম(চান্দগাঁওবোয়ালখালী) আসনে। চট্টগ্রাম(বোয়ালখালী ও চসিক আংশিক) আসনে বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদের সাথে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দৌড়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ২৭ জন।

অপরদিকে চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনের বর্তমান সংসদ সদস্য এম আবদুল লতিফের সাথে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতায় আছেন নিজ দলের ২৭ জন প্রার্থী। চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আছেন ২১ জন।

চট্টগ্রাম১০ (পাহাড়তলীডবলমুরিং) আসনের বর্তমান সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর সাথে দলীয় মনোনয়ন পেতে শক্তি প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন নিজ দলের ১৯ জন প্রার্থী।

এদিকে চট্টগ্রাম১৬ (বাঁশখালী উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে আরো ১৯ জন প্রতিদ্বন্দ্বী দলীয় মনোনয়ন পেতে লড়ছেন। চট্টগ্রাম১৪ (চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার একাংশ) আসনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের আরো ১৭ জন মনোনয়ন প্রত্যাশী। গত ৪দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন বর্তমান সংসদ সদস্যদের পাশাপাশি এসব প্রার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে নৌকা চান দুই বেয়াই
পরবর্তী নিবন্ধহবিগঞ্জে বগি লাইনচ্যুত,সিলেটের ট্রেন যোগাযোগ বিঘ্নিত