বন্দর-পতেঙ্গায় কম্বল বিতরণ

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’এই শ্লোগানকে ধারণ করে বন্দরপতেঙ্গায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ভারটেক্স অফডক লজিস্টিক। ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে ১৭ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টায় শীতার্তদের মাঝে বন্দরপতেঙ্গায় এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, আবদুল হাকিম, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মনজুর কাদের, ভারটেক্স কোম্পানি সিনিয়র ম্যানেজার এফেয়ার্স কাউসার আলম, সহকারী ব্যবস্থাপক মানবসম্পদ আবদুর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার মনজুর মোরশেদ, ওয়ার্ড বিএনপি সদস্য মফিজ, জামাল, হোসেন, শ্রমিকদল নেতা মহিউদ্দিন, বিএনপি নেতা লোকমান, আলী আজগর চৌধুরী বাবুল।

আগামীতেও ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে এমন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান আয়োজন কমিটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইবিডব্লিউএফ আনোয়ারা উপজেলার প্রতিনিধি সভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালী শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সভা