বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চলের ফাইনালে আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় খেলবে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আজ বুধবার এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় সহজে জয়লাভ করে ফাইনালে উঠে। তারা ৮৪ রানের বড় ব্যবধানে একাডেমি ল্যাবরেটরি স্কুলকে পরাজিত করে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের এ খেলা প্রতিকূল অবস্থার কারণে ৩৪ ওভারে নির্ধারিত হয়। টসে জিতে একাডেমি ল্যাবরেটরি স্কুল প্রথমে ফিল্ডিং করতে নামে। আর ব্যাট করতে নেমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় ৩২ ওভার ৫ বল খেলে ১২৫ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। দলের হয়ে এস আলম সাদিক সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া শাহনুর রহমান ২২, ইমরান খান ১৫ এবং ইমতিয়াজ আলম ফাহাদ ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান। একাডেমি ল্যাবরেটরি স্কুলের মো. ইয়াসিন ১৭৮ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন ফরহাদ হোসেন এবং তাইমুল ইসলাম। ১টি করে উইকেট পান সুমন মিয়া এবং জয় দাশ। জবাব দিতে নেমে একাডেমি ল্যাবরেটরি স্কুল মোটেই সুবিধা করতে পারেনি। তারা বন্দর উচ্চ বিদ্যালয়ের মাহির শাহরিয়ার এবং মেহরাব খানের বোলিং তোপে ২৫.৫ ওভার খেলে মাত্র ৪১ রানে গুটিয়ে যায়। দলের ফাবিয়ান মোস্তফা ১২ এবং মো. ইয়াসিন ১১ রান করেন। মাহির শাহরিয়ার ২.৫ ওভার বল করে ১ মেডেনে মাত্র ৪ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। মেহরাব খানও ৪টি উইকেট পান ১৩ রান খরচ করে। ১টি করে উইকেট নেন এম হোসেন জুনাইদ এবং মাহির মোহাম্মদ শাহরিয়ার। বন্দর উচ্চ বিদ্যালয়ের মাহির শাহরিয়ার দুর্দান্ত বোলিং নৈপুন্যের জন্য ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। তবে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত করা হলেও আগের দিন প্রথম সেমিফাইনাল খেলার ম্যাচ সেরা নির্বাচিত করা হয়নি।










