বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান শুভকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।

আটক সাজ্জাদুর রহমান শুভ গোসাইলডাঙ্গা কে বি দোভাষ লেইন সালেহ আহমদ কন্টাকটার বাড়ির মরহুম মাহমুদুর রহমানের ছেলে।

জানা যায়, শুভ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লালের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া এসোসিয়েশনের কাউন্সিলর ও শাহ আমানত ক্রাফট ইন্টার‌ন্যাশনালের চেয়ারম্যান।

আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, সন্দেহজনকভাবে সাজ্জাদুর রহমান শুভকে আটক করা হয়েছে। মামলার ব্যাপারে যাচাই-বাছাই করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআবাসন খাতে নতুন সম্ভাবনা, চট্টগ্রামে রিহ্যাব মেলা ১৩-১৬ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধপেকুয়ায় চালু হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ