জামায়াতে ইসলামী মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। স্বৈরাচার ছাড়া সব বৈধ দলের অংশগ্রহণে হবে এই নির্বাচন। এর আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সংস্কারের অনেক বিষয়ে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। এ সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। তিনি গত রোববার জামায়াতে ইসলামী বন্দর থানার ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন বন্দর থানা আমির মো. মাহমুদুল আলম, সেক্রেটারি ইকবাল শরীফ, মো. জাকের হোসেন, মো. মুজাহিদুল আদনান, সাকিব হোসেন মাহি, রাকিবুল ইসলাম আফ্রিদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।