বন্দর থানায় নিষিদ্ধ সংগঠনের সাত সদস্য গ্রেফতার

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বড়পুল মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও সংশ্লিষ্ট সংগঠনের মশাল মিছিল থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানা ওসি আফতাব উদ্দিন।

তিনি বলেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে যুবলীগ নেতা আসিফ মাহমুদের নেতৃত্বে একদল ব্যক্তি মশাল, লাঠি, ইট-পাটকেলসহ সরকারবিরোধী শ্লোগান দিয়ে মিছিল বের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।

পরে থানা পুলিশের একটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোঃ ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মোঃ সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০) কে গ্রেফতার করে। এ সময় বাকিরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো ৫টি বাঁশের মশাল, ১১টি ইটের টুকরা, একটি ভিভো ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং তারা সরাসরি ও পরোক্ষভাবে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

ঘটনার প্রেক্ষিতে বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা (নং-১২, তারিখ-১৬/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়া আদালত চত্বর থেকে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান নবী হোছাইন