বন্দর থানার মামলার আসামি সীতাকুণ্ডে গ্রেপ্তার

৭০ লাখ টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

প্রতারণার মাধ্যমে ৭০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামিকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। তার নাম মিজানুর রহমান (৪৬)। গতকাল বিকেল ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজান ভোলা জেলার লালমোহন থানার নয়নিগ্রামের মৃত আলি হোসেনের ছেলে। তবে দীর্ঘদিন ধরে নগরের আকবর শাহ বিশ্ব কলোনির এল ব্লকে বসবাস করে আসছিলেন।

বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সীতাকুণ্ড থানার বারককুণ্ড এলাকা থেকে প্রতারণা ও আত্মসাতের ঘটনার মামলায় মূল আসামি মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে বন্দর থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের ১৬.৩২ শতাংশ শিশু
পরবর্তী নিবন্ধপুলিশ পরিদর্শকসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা