বন্দর চ্যানেলে পাথরের বাঁধে আটকা অয়েল ট্যাংকার, পরে জোয়ারে উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

ঘন কুয়াশার কারণে জ্বালানি তেল বোঝাই একটি অয়েল ট্যাংকার আটকা পড়ে বন্দর চ্যানেলে পাথরের বাঁধে। পরবর্তীতে জোয়ারের সময় পানি বাড়লে ‘ওটি ফজিলত’ নামের ট্যাংকারটি গন্তব্যের পথে পুনরায় যাত্রা করে। জাহাজটিতে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল ছিল। বন্দর সূত্র জানিয়েছে, যমুনা অয়েলের ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে ওটি ফজিলত নামের জাহাজটি ফতুল্লা যাওয়ার সময় পতেঙ্গার অদূরে বন্দর চ্যানেলের পাথরের বাঁধে গিয়ে আটকা পড়ে। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে ট্যাংকারটি আটকা পড়ে। ওই সময় কর্ণফুলী নদীতে তীব্র কুয়াশা ছিল।
কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় মাস্টার জাহাজটিকে চ্যানেলে রাখতে পারেননি। এতে একপাশে গিয়ে জাহাজটি আটকা পড়ে। ওই সময় ভাটা শুরু হয়েছিল। পরবর্তীতে গতকাল দুপুরে জোয়ার শুরু হলে জাহাজটি উদ্ধার হয় এবং গন্তব্যে যাত্রা করে। কয়েক ঘণ্টা আটকে থাকলেও জাহাজটির কোনো ক্ষতি হয়নি বলে বন্দর কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২২ দিন পর চট্টগ্রামে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৩
পরবর্তী নিবন্ধভাঙা সেতু পার হয়ে ভোটকেন্দ্রে যাবেন তাঁরা