চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভয়মিত্রঘাট জামে মসজিদে গত ৬ সেপ্টেম্বর মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) আলোচনা ও পুরস্কার বিতরণী সভা খতিব প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেরাত, হামদ, নাত, আযান, গজল, ইসলামি কুইজ ইত্যাদি ইভেন্টে অংশগ্রহনকারী দেড়শত প্রতিযোগীকে মূল্যবান পুরস্কার দেওয়া হয়। সভাপতি তাঁর আলোচনায় রাসূল (দ.)-এর আগমনপূর্ব অলৌকিক ঘটনাবলি, সাহাবিগণের যুগে মিলাদুন্নবি পালনপদ্ধতি এবং নবির জন্মদিনকে ঈদ বলার প্রমাণিক দলিলসহ আলোচনা পেশ করেন। পুরস্কার বিতরণকালে অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, এসএম জলিল সওদাগর, সেক্রেটারি সিরাজ উদ্দিন চৌ. সেলিম মাস্টার, কলিমুল্লাহ, শাহাদাত হোসেন, কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গির, মুহাম্মদ হোসেন সওদাগর, দেওয়ান মাকসুদ আলম, আমিনুল ইসলাম, আব্দুল হালিম, আনোয়ার হোসেন, ইদ্রিস আল–আকাশ, হাফেজ মাও. মুনিরুল হক, হাফেজ মোজাম্মেল হক, হাফেজ মাহমুদুল হক, কারী লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, হস্তিবাহিনীর ঘটনা, হযরত আমেনার ঘর থেকে আলোকরশ্মি বের হয়ে সিরিয়ার রাজপ্রসাদ আলোকিত করা, আহমদ নামক তারকার উদয়, আরব বণিককাফেলার প্রতি বুহাইরা পাদ্রীর সম্মান, পারস্যের দীর্ঘদিনের অগ্নিশিখা নিভে যাওয়া ইত্যাদি অলৌকিক ঘটনা শেষ নবি (দ.)- এর শুভাগমনের বার্তা দিয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি।











