বন্দর কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক ফায়ার প্রশিক্ষণ নেয়ার নির্দেশ নৌপ্রতিমন্ত্রীর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে ফায়ার প্রশিক্ষণ নেয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু বন্দরের ফায়ার বিভাগের কর্মকর্তা কর্মচারীকে নয়, সকলকেই এই প্রশিক্ষণ নিতে হবে। যাতে যে কোনো দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা যায়।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে রাসায়নিক পণ্যসহ নিলামযোগ্য বিপজ্জনক পণ্য রয়েছে সেগুলোর দ্রুত ব্যবস্থা নেয়ারও নির্দেশনা প্রদান করেছেন। তিনি বন্দর চেয়ারম্যানকে বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে কাস্টমস কমিশনার এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাথে কথা বলারও মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফ লাইন। এই বন্দরকে ঝুঁকিমুক্ত রাখার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে হবে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী গতকাল সোমবার বিএম কন্টেনার ডিপো এবং চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পরিদর্শন শেষে সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন। বন্দরের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা দেখে বিভিন্ন মহল ঈর্ষান্বিত। তারা বাংলাদেশের উন্নয়নের গতি থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপপ্রচারে লিপ্ত।

কোনোরকম অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিএম কন্টেনার ডিপোর এই দুর্ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটনের জন্য তিনি নির্দেশ প্রদান করেন। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সতর্কতা এবং সাহসিকতার সাথে তাদের কর্তব্য পালনের জন্য আহ্বান জানান। বিশেষ করে ফায়ার এবং সেইফটি ইক্যুইপমেন্টের যথাযথ ব্যবহার ও নিয়মিত ফায়ার ড্রিলের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, বন্দরের অভ্যন্তরে যে সকল বিপজ্জনক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে সেগুলো দ্রুত নিলামের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানান যাতে দেশের চট্টগ্রাম বন্দর ঝুঁকি মুক্ত থাকে। বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদ লিংক রোডে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের আগুন এখনও পুরোপুরি নেভেনি