বন্দর এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী অনলাইন | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১২:৫২ অপরাহ্ণ

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহদাতকে ১৩ বছর পর চট্টগ্রাম নগরের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মো.শাহদাত হোসেন (৩৮) লক্ষীপুর জেলার ধারাপুর এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.নুরুল আবছার জানান, ঢাকার খিলগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো.শাহদাত হোসেন নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকা থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১২ মার্চ) অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে শাহদাত জানিয়েছে- গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৩ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

তাকে লক্ষীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার