বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে চট্টগ্রাম বন্দর এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব ও শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াছিন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি বন্দর থানা নিমতলা থেকে শুরু হয়ে ৩নং ফকির হাট প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার নিমতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে বক্তারা বলেন, আওয়ামী লীগ দুঃশাসনের ইতিহাসের পর দেশের জনগণের জন্য সুশাসন অপেক্ষা করছে। যার নেতৃত্ব দিবে তারেক রহমান। বক্তারা বলেন, দেশের নেতৃত্ব কারা দিবে তার ম্যাসেজ জনতা দিয়েছে। এ সময় বন্দর এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।












