বন্দর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে থানার ইশান মিস্ত্রিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

তিনি জানান, গ্রেপ্তাররা হলেন—নোয়াখালী জেলার নূর ইসলামের ছেলে মো. বাদশা (৩০) এবং ঝালকাঠি জেলার আবুল হাওলাদারের ছেলে মো. নাঈম (২০)। বর্তমানে তারা দুজনেই বন্দর থানা এলাকায় বসবাস করছিলেন।

অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি আফতাব উদ্দিন বলেন, তারা একটি এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের পুলিশ ফাঁড়ি ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধপেকুয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, রক্ষা পেল স্বামী