চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলের মানুষ প্রতিদিন বন্দরের তীব্র যানজটের শিকার হচ্ছে। কর্মস্থল বা গন্তব্যে পৌঁছাতে যে সময় ব্যয় হওয়ার কথা, তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি সময় রাস্তায় নষ্ট হচ্ছে। দিনের পর দিন এ সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান নেই। বন্দরসংলগ্ন রাস্তাগুলোতে কনটেইনারবাহী ট্রাক ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি, অপরিকল্পিত পার্কিং, রাস্তার বেহাল দশা এবং ট্রাফিক ব্যবস্থার অকার্যকারিতা পতেঙ্গাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে। বন্দরের লাগোয়া বিমানবন্দর সড়কে যানজট আগ্রাবাদ থেকে শুরু হয়ে সল্টগোলা ক্রসিং, ইপিজেড হয়ে কাটগড় পর্যন্ত বিস্তৃত হয়। সিটি আউটার রিং রোডের পতেঙ্গা থেকে কাট্টলী পর্যন্ত অংশেও তীব্র যানজট প্রায় থাকে। একই অবস্থা দেখা যায় বারিক বিল্ডিং থেকে মাঝির ঘাট সড়কেও। সকালবেলা অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সময়মতো গন্তব্যে পৌঁছানো যেন দুঃস্বপ্ন। শুধু সময় নয়, অতিরিক্ত যানজট জ্বালানি ও অর্থেরও অপচয় ঘটাচ্ছে। প্রশাসনের প্রতি আমাদের জোরালো আহ্বান বন্দর এলাকায় যানজট নিরসনে দ্রুত ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হোক।
তানজিনা আক্তার চৈতি
শিক্ষার্থী,
চট্টগ্রাম কলেজ।