নগরীর বন্দর থানাধীন বাইপাস টোল নতুন রোডের ইসহাক ডিপুর সামনে লরির ধাক্কায় ইফতেখারুল আলম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি মাদারীপুর জেলার সদর থানার ধুরাইল ইউনিয়নের মৃত রশিদ মাতব্বরের সন্তান। ডবলমুরিং থানার আগ্রাবাদের হাজিপাড়ায় তিনি পরিবারের সাথে থাকতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেলাল নামের এক পথচারী ইফতেখারুলকে আহত অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, তাঁর গলায় সিএন্ডএফ’র আইডি কার্ড ঝুলানো ছিল। মোটরসাইকেল নিয়ে তিনি তার গন্তব্যে যাচ্ছিলেন। এসময় লরির সাথে ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান।