বন্দরে মাদার ট্যাংকারে ছোট ট্যাংকারের ধাক্কা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে ‘এমএস সোফি’ নামের একটি মাদার ট্যাংকারকে ধাক্কা দেয়ার ঘটনায় ছোট একটি অয়েল ট্যাংকারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৫ নম্বর ডলফিন জেটির অদূরে মেঘনা লাইটার জেটি থেকে জ্বালানি তেল নিয়ে অয়েল ট্যাংকারটি যাত্রা শুরুর সময় ৪ নম্বর জেটিতে থাকা মাদার ট্যাংকারটিকে ধাক্কা দেয়। এরপর বন্দরের শক্তিশালী টাগবোটের সহায়তায় জাহাজটি টেনে নিয়ে যাওয়া হয় গ্রিন সাইলো জেটিতে। পরবর্তীতে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি অয়েল ট্যাংকারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া মাদার ট্যাংকারের ক্ষয়ক্ষতি নির্ধারণ করে পরিশোধের শর্তে মুচলেকা দেন অয়েল ট্যাংকারের লোকজন। এরপর ট্যাংকারটি উত্তরবঙ্গের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগের অনুমতি পায়।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, এমএস সোফি নামের একটি মাদার ট্যাংকারকে ধাক্কা দেওয়ায় একটি ছোট ট্যাংকারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত মাদার ট্যাংকারটিকে ক্ষতিপূরণ দেয়ার মুচলেকা দিয়ে পরবর্তীতে অয়েল ট্যাংকারটি গন্তব্য যাওয়ার অনুমতি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় বিজিবি ও মাদক কারবারীদের গুলিবিনিময়
পরবর্তী নিবন্ধরেলের কাজে ধীরগতি