বন্দরে মদভর্তি আরেকটি কন্টেনার আটক

১২ কোটি ৪৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৩:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর থেকে মদভর্তি আরেকটি কন্টেনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল সকালে কন্টেনারটি আটক করেন চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা। কায়িক পরীক্ষায় কন্টেনারে ১৫ হাজার ২০৪ লিটার মদ পাওয়া গেছে। মিথ্যা ঘোষণায় মদ এনে ১২ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন আমদানিকারক।
কাস্টমসের এআইআর শাখা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই চীন থেকে এসব মদের কন্টেনারটি চট্টগ্রাম বন্দরে আসে। পলিয়েস্টার সুতা ঘোষণা দিয়ে আইপি জালিয়াতির মাধ্যমে নীলফামারীর উত্তরা ইপিজেডের ডং জিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের নামে চালানটি আমদানি হয়। এই চালানেরও সিঅ্যান্ডএফ ছিল নগরীর ডবলমুরিংয়ের কেবি দোভাষ লেনের জাফর আহমেদ। মদের চালানটি খালাসের জন্য ২০ জুলাই এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এন্ট্রি দাখিল করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার উপ-কমিশনার দৈনিক আজাদীকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতির মাধ্যমে খালাস হওয়া মদভর্তি দুটি কন্টেনার গত শনিবার ভোরে আটক করা হয়। এরপর আজ (গতকাল) চট্টগ্রাম বন্দর থেকে আরেকটি মদভর্তি কন্টেনার আটক করি আমরা। চালানটিতেও আইপি জালিয়াতির মাধ্যমে আমদানি করা হয়েছে।
তিনি বলেন, ইনভেন্ট্রিতে ১৪৩০ কার্টনে মোট ১৫ হাজার ২০৪ লিটার মদ পাওয়া যায়। এর আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি ৩ লাখ টাকা। জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ মিথ্যা ঘোষণায় ১২ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী নিবন্ধসিইউএফএল চালু করার উদ্যোগ
পরবর্তী নিবন্ধস্ক্যানিং ছাড়াই বন্দর থেকে খালাস হয় মদভর্তি কন্টেনার