আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি ও চট্টগ্রাম বন্দর ব্যবহারকারি সংগঠনগুলোর সমন্বয়ে ২৪ জানুয়ারি চট্টগ্রাম বন্দর চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফ আহাম্মদ। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ, সহ-সভাপতি এম কিবরিয়া দোভাষ, কমর উদ্দিন সবুর, তৌহিদুল আলম, ইউসুফ মজুমদার মানিক, আরিফুর রহমান রুবেল, আলমগীর হোসেন বাবুল, মফিজুর রহমান মুন্না, মনিরুল ইসলাম চৌধুরী, নুরে আলম রনী, সামসুজ্জামান সুমন, জসিম উদ্দিন, জাফর আহম্মদ ভুইয়া, হারুন উর রশিদ দিদার, নুরুল ইসলাম সাহাব উদ্দিন, আমির পারভেজ, এমরান শাহীন, ইসলাম খাঁন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে যে পরিমাণ পণ্য খালাস হয় তার প্রায় শতভাগ কাভার্ডভ্যান, ট্রাক ও প্রাইম মুভারের মাধ্যমে সম্পন্ন করে থাকি। বন্দরের অভ্যন্তরে গাড়িতে পণ্য লোড করার আগে আমদানিকৃত পণ্যের পরিমাণ, প্যাকিং ও ওজন ঠিক আছে কিনা এসব বিষয় আমদানিকারকের পক্ষে ট্রান্সপোর্ট প্রতিনিধিদের নিজ দায়িত্বে গণনা করে বুঝে নিতে হয়। এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দিলে তা সাথে সাথে আমদানিকারক বা তার প্রতিনিধিকে অবহিত করতে হয়। নচেৎ ট্রান্সপোর্ট মালিক ও গাড়ির মালিককে সমস্ত দায় বহন করতে হয়। অথচ এই গুরুদায়িত্ব্ব পালনের জন্য ট্রান্সপোর্ট প্রতিনিধিদের বেসরকারি অফডক বা প্রাইভেট কন্টেইনার ডিপোগুলোতে প্রবেশ করতে দেওয়া হলেও বন্দরের অভ্যন্তরে বৈধভাবে প্রবেশ করার কোন সুযোগ নেই। নিকট অতীতে সিএ্যান্ডএফ এর নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে স্ব স্ব ট্রান্সপোর্ট প্রতিনিধিদের বন্দরে প্রবেশের সুযোগ দেওয়া হতো। পরবর্তীকালে বন্দরের আদেশক্রমে যুক্তিসংগত কারণ ছাড়া সেই সুবিধাও প্রত্যাহার করা হয়। ফলে পণ্য পরিবহন ব্যবসায়িরা প্রচন্ড ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বক্তারা যৌক্তিক কারণে সদস্যদের সরাসরি বন্দরের অভ্যন্তরে প্রবেশের অনুমতি প্রদান করার জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।