বন্দরে পণ্য ডেলিভারি শুরু, পুরোদমে চালু হবে আজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দর পুরোদমে চালু হবে। গত রাত থেকে বন্দরে পণ্য ডেলিভারি শুরু করেছে। তবে জেটিতে জাহাজ বার্থিংসহ হ্যান্ডলিং কার্যক্রম আজ সকাল থেকে শুরু হবে।

আজ সকাল থেকে পুরোদমে বন্দর কার্যক্রম চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক। তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার থেকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে সব জাহাজকে বহির্নোঙরে পাঠিয়ে দেয়া হয়েছিল। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় আজ সকালে সবগুলো জাহাজকে জেটিতে এনে বার্থিং দেয়া এবং কার্যক্রম শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধসরানো হলো ঝুঁকিপূর্ণ ১শ পরিবার
পরবর্তী নিবন্ধদুর্গম আশ্রয়কেন্দ্রে নারীর প্রসব বেদনা, সদ্যোজাতের নাম রাখা হলো ‘মোখা’