চট্টগ্রাম বন্দরের ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ডের দেয়াল চাপা পড়ে তিনজন আহত হয়েছেন। একটি পুরনো বাড়ি ভাঙার সময় কয়েকটি কলাম দেয়ালটির উপর ধসে পড়লে দেয়ালের প্রায় ৪০ ফুট অংশ গুঁড়িয়ে যায়। আহতদের একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

বন্দর সূত্র জানায়, বন্দরের ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ডের সীমানা দেয়ালের পাশে লেবার কলোনির একটি পুরাতন বাড়ি ভাঙা হচ্ছিল। বাড়িটির দেয়াল ভেঙে ফেলা হয়, শুধু খুঁটি হিসেবে কলামগুলো ছিল। গতকাল দুপুর দেড়টা নাগাদ প্রথমে একটি কলাম এবং পরবর্তীতে আরো কয়েকটি কলাম ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ডের সীমানা দেয়ালের উপর পড়ে। এতে দেয়ালটির প্রায় ৪০ ফুট অংশ ভেঙে যায়। ওই সময় দেয়ালের পাশে একটি টি স্টলে বসে থাকা কয়েকজন ব্যক্তি আহত হন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়, দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একজনের পায়ে রড ঢুকে যায়। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ইপিজেড থানা পুলিশ ও আনসার সদস্যরাও উদ্ধার অভিযান চালায়। সীমানা দেয়ালের পাশে গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনাও এতে ভেঙে যায় বলে বন্দর সূত্র জানায়। তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি।
বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ডে পণ্য বোঝাই এবং খালি দুই ধরনের কন্টেনার রয়েছে। সীমানা দেয়াল ভেঙে গেলেও ইয়ার্ডের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সশস্ত্র আনসার সদস্যরা ইয়ার্ডের ভাঙা দেয়ালের স্থানে অবস্থান নিয়ে রাতে-দিনে পাহারা দেবে। দেয়ালটি মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান তিনি।












