বন্দরে ট্রাক চাপায় জাহাজ শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

নগরীর বন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ইব্রাহিম ভোলার চরফ্যাশন এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। ইপিজেড এলাকার লেবার কলোনিতে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। কাজ করতেন জাহাজে শ্রমিক হিসেবে। বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, বন্দরের আইসিটি ২ নম্বর গেট এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ইব্রাহিমের।
লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচসিক স্বাস্থ্য বিভাগের ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধশৃঙ্খলা সুরক্ষিত হলে দলের ভিত্তি সুদৃঢ় হবে