চট্টগ্রাম বন্দরে কাজ করার সময় জাহাজ থেকে পড়ে আমিন উল্লাহ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ফেনীর কামাল পুকুরিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
গতকাল বুধবার বিকালে ১৩ নং বার্থে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্দর থেকে গুরুতর আহত বস্থায় আমিন উল্লাহ নামের ওই শ্রমিককে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।