চট্টগ্রাম বন্দরে আইসিডি ইয়ার্ডে কন্টেনার পরিবহনের সময় স্ট্র্যাডেল ক্যারিয়ারের (ফোর-হাই) নিচে পড়ে এক ট্রেইলার সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বন্দরের সিসিটি ২ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মারা যাওয়া ট্রেইলার সহকারীর হলেন আইসিডি ইয়ার্ডে বার্থে অপারেটিং কোম্পানি এভাররেস্টের মো. জিসান (২১)। তিনি ঢাকা মেট্রো – ৬৮১-০১৮৩ নম্বর গাড়িতে কর্মরত ছিলেন।
জিসান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি গ্রামের মো.সেলিমের পুত্র। বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, সকালে আইসিডি ইয়ার্ডে এভাররেস্ট বার্থ অপারেটিং কোম্পানির এক ট্রেইলারের সহকারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।