বন্দরে কোকেন জব্দ, দ্বিতীয় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের আলোচিত কোকেন কাণ্ডের ঘটনায় মাদক ও চোরাচালান আইনে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয় তদন্ত কর্মকর্তা ও তৎকালীন সহকারী কমিশনার মো. কামরুজ্জামান। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা তার সাক্ষ্য রেকর্ড করেন।

মহানগর পিপি আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, চাঞ্চল্যকর এ মামলা তিনজন তদন্ত করেছেন। প্রথমজন ইতোমধ্যে সাক্ষ্য দিয়ে ফেলেছেন। দ্বিতীয়জন আজকে (গতকাল) দিয়েছেন। বাকী রয়েছেন চার্জশিট দাখিলকারী তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে তার সাক্ষ্য নেয়া হবে। সব মিলে এ পর্যন্ত ২৯ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড হয়েছে জানিয়ে পিপি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ জুন বন্দরে কোকেন জব্দের ঘটনা ঘটে। এ ঘটনায় মাদক আইনের ধারায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে চার্জগঠন হয়। পরে চোরাচালান আইনের ধারাতেও চার্জ গঠন করে বিচার শুরু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে দিনমজুর খুনে যুবকের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধঝুঁকি নিয়ে লাকড়ি সংগ্রহ