চট্টগ্রাম বন্দরের আলোচিত কোকেন কাণ্ডের ঘটনায় মাদক ও চোরাচালান আইনে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয় তদন্ত কর্মকর্তা ও তৎকালীন সহকারী কমিশনার মো. কামরুজ্জামান। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা তার সাক্ষ্য রেকর্ড করেন।
মহানগর পিপি আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, চাঞ্চল্যকর এ মামলা তিনজন তদন্ত করেছেন। প্রথমজন ইতোমধ্যে সাক্ষ্য দিয়ে ফেলেছেন। দ্বিতীয়জন আজকে (গতকাল) দিয়েছেন। বাকী রয়েছেন চার্জশিট দাখিলকারী তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে তার সাক্ষ্য নেয়া হবে। সব মিলে এ পর্যন্ত ২৯ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড হয়েছে জানিয়ে পিপি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ জুন বন্দরে কোকেন জব্দের ঘটনা ঘটে। এ ঘটনায় মাদক আইনের ধারায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে চার্জগঠন হয়। পরে চোরাচালান আইনের ধারাতেও চার্জ গঠন করে বিচার শুরু করা হয়।