চট্টগ্রাম বন্দরে এক দিনেই ৬ হাজার ৩০১টি গেটপাস ইস্যু হয়েছে। একই দিনে এতো বিপুল পরিমাণ গেটপাস ইস্যু একটি রেকর্ড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, গত মঙ্গলবার একদিনে ৪হাজার ৭৩৪টি কনসাইনি গেটপাস এবং ১ হাজার ৫৬৭টি অফডক গেটপাস ইস্যু হয়েছে। এ সংখ্যা একদিনে ইস্যু হওয়া গেটপাসের ক্ষেত্রে সর্বোচ্চ এবং নতুন রেকর্ড।
মোহাম্মদ ওমর ফারুক বলেন, দেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর দেশের আমদানি–রপ্তানি প্রবাহের প্রধান কেন্দ্রবিন্দু। জাতীয় অর্থনীতি, শিল্পায়ন ও বাণিজ্য সমপ্রসারণে বন্দরটি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিনের কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর দেশের উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বড় ধরনের অবদান রেখে চলেছে।
চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপের সফল ব্যবহার বন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ করেছে। এর ফলে সার্বিক পোর্ট অপারেশনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে দ্রুত কন্টেনার হ্যান্ডলিং, গেট অপারেশন, ডকুমেন্ট প্রসেসিং এবং রিয়েল–টাইম মনিটরিং সম্ভব হওয়ায় সেবার মান যেমন বেড়েছে, তেমনি ব্যবসায়ীদের সময় ও খরচ দুই–ই কমেছে বলে উল্লেখ করে বন্দর সচিব বলেন, বন্দরকে আরও স্মার্ট ও অটোমেশন নির্ভর করতে গৃহীত উদ্যোগ ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের সমগ্র বাণিজ্য ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলেও জানিয়েছেন তিনি।












