বন্দরে অনলাইন গেট পাস সিস্টেম চালু

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিংকৃত জাহাজের সামগ্রিক ব্যয় হ্রাস, দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধিসহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিকল্পিতভাবে অপারেশন পরিচালনার জন্য টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) এর আওতায় অনলাইন গেট পাস সিস্টেম চালু করা হয়েছে। ইতোপূর্বে পণ্য খালাসের ডেলিভারি অর্ডার (ডিও) অনলাইন করা হয়।

পণ্য লোড ও ডেলিভারির ক্ষেত্রে বন্দর ও বন্দর এলাকায় যানজট হ্রাস, ভেহিক্যাল ট্রেকিং, মনিটরিং ব্যবস্থা সহজীকরণের অংশ হিসেবে স্টেক হোল্ডারেদের সাথে আলোচনা করে গত ১ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন গেট পাস চালু করা হয়। টিওএস ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসের মাধ্যমে ফি পরিশোধ করে সপ্তাহের সাতদিনই রাতে দিনে চব্বিশ ঘন্টা অনলাইন গেট পাস সংগ্রহ করা যায়। আগে বন্দরের বিভিন্ন গেটে সরাসরি উপস্থিত হয়ে গেট পাস সংগ্রহ করতে হতো। এতে গেটে দীর্ঘ লাইন হতো এবং যানজট সৃষ্টি হয়ে রাস্তা ব্লক হয়ে যেতো। পরীক্ষামূলক চালুর পর হতে কোনরূপ জটিলতা না থাকায় গতকাল ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইন গেট পাস সিস্টেম চালু করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান অনলাইন গেট পাস সিস্টেম চালুর কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি বলেন, পণ্য আমদানিরপ্তানি কাজে নিয়োজিত সকল ভেহিক্যাল, ড্রাইভার, হেল্পারদের ডাটাবেইজ বন্দরের কাছে রয়েছে। বন্দর স্টেক হোল্ডারেদের ভেহিক্যাল ট্রেকিং, মনিটরিং ব্যবস্থা আরো সহজ হবে, যানজট হ্রাস হবে। চবক এর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে এবং অপারেশনাল কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। এতে কম সময়ে অধিক পণ্য হ্যান্ডেলিং করা যাবে, সামগ্রিক ব্যয়ও হ্রাস পাবে।

পূর্ববর্তী নিবন্ধতিস্তাকে প্রয়োজনে জাতিসংঘের দৃষ্টিতে আনতে হবে : তারেক
পরবর্তী নিবন্ধএক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াচ্ছে আজ