অগ্নিনির্বাপণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও অগ্নি দুর্ঘটনারোধে গতকাল প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। বন্দরের নিরাপত্তা বিভাগের ফায়ার শাখার অধীনে পি কেমিক্যাল শেডের সামনে অনুষ্ঠিত এই মহড়ায় নিরাপত্তা বিভাগ, পরিবহন বিভাগ, যান্ত্রিক বিভাগ ও মেরিন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং বন্দরে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যগণ অংশগ্রহণ করেন।
মহড়ায় ফায়ার শাখার ২০ জন সদস্যসহ শতাধিক বন্দর কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। অনুশীলনে ২টি ফায়ার টেন্ডার, ১টি রেসকিউ টেন্ডারসহ বিভিন্ন ধরনের ফায়ার সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। এ সময় এবিসি পাউডার, ফোম এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহারের মাধ্যমে আগুন নিভানোর কার্যক্রমে কর্মকর্তা এবং কর্মচারীদের প্রশিক্ষিত করা হয়। প্রশিক্ষণ মহড়ায় কন্টেনার স্থানান্তর করা, সলিড, তরল এবং বৈদ্যুতিক ফায়ার নির্বাপণের অনুশীলন করা হয়।
এছাড়া অত্যধিক তাপে অগ্নিনির্বাপণের উপায় হিসেবে একইসাথে উচ্চ চাপের ওয়াটার স্প্রে এবং ওয়াটার জেট সৃষ্টি করে ফায়ার ফাইটিং অনুশীলন করা হয়। সম্প্রতি বিএম কন্টেনার ডিপোতে সংঘটিত স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরে যেকোনো অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা মোকাবেলার সক্ষমতা যাচাই করার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রশিক্ষিত করতে এই মহড়া পরিচালিত হয় বলেও বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন।











