ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেল চট্টগ্রাম বন্দর (ভিডিও দেখুন)

দাহ্য পদার্থে ভরা কন্টেনারে অগ্নিকাণ্ড

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ মে, ২০২১ at ১২:১৪ অপরাহ্ণ

ভয়াবহ রকমের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম বন্দর। মারাত্মক দাহ্য পদার্থে ভর্তি একটি কন্টেনার বিস্ফোরিত হয়ে আগুন লেগে গেলেও শেষতক বড় ধরনের অঘটন ঘটেনি।
বন্দরের ৪নং গেটের ৮ নম্বর ইয়ার্ডে একটি কন্টেনারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। কন্টেনারটিতে মাছের খাবার হিসেবে আনা মারাত্মক দাহ্য সোডিয়াম পার কার্বনেট ট্যাবলেট ছিল। এই ধরনের দাহ্য পদার্থ যে তাপমাত্রায় রাখার কথা তার থেকে বেশী তাপমাত্রার কারনে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে বন্দর এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ করছেন। বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানসহ শীর্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সূত্র জানায়, আজ (শনিবার) সকাল ৯ টার দিকে ৪ নম্বর গেট সংলগ্ন বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে রাখা কন্টেনারটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই সময় কন্টেনারটি থেকে বিপুল পরিমাণে ধোঁয়া নির্গত হতে থাকে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বন্দর ও আগ্রাবাদ দুইটি স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে বেলা পৌনে ১১ টায় আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আনে।
তবে কন্টেনারের ভিতরের সব পণ্য পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর চট্টগ্রাম বন্দর ট্রাফিক বিভাগের সদস্যরা স্লট হতে কন্টেইনারগুলো সরিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কন্টেইনারটি নিরাপদে ৪ নম্বর গেইট সংলগ্ন খালি একটি ইয়ার্ডে নিয়ে আসে।
কন্টেইনারটি গত ৯ মে চায়না হতে কেপ ওরিয়েন্ট জাহাজে চট্টগ্রাম বন্দরের নিয়ে আসা হয়। কন্টেইনারটি আমদানিকারক নন অ্যানিম্যাল হেলথ্ প্রোডাক্ট লিমিটেড
এবং সিএন্ডএফ এজেন্ট বাদাল্যান্ড কোম্পানি। বন্দরের একজন কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ নিরূপণে বন্দর কর্মকর্তারা কাজ করছেন।
ভিডিও দেখার জন্য ক্লিক করুন: https://www.facebook.com/DainikAzadi/videos/284277373419166

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১৩৭ জন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ২