চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কার্যক্রম গতকাল বুধবার দুপুর থেকে শুরু হয়েছে। এদিন এগারটি লাইটারেজ জাহাজ বহির্নোঙরে পণ্য খালাস করার জন্য বরাদ্দ দেয়া হয়। লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাগরের পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার প্রেক্ষিতে মাদার ভ্যাসেলগুলোতে কাজ শুরু হয়েছে। আগে থেকে যেসব জাহাজ ছিল, সেগুলোও কাজ করছে। তবে স্বাভাবিক অবস্থার চেয়ে জাহাজ বরাদ্দ কম উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে পুরোদমে কাজ শুরু হতে পারে।