বন্দরের বর্ধিত ট্যারিফ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন

কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভায় আমীর হুমায়ুন

| বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বারের আসন্ন নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরাম জয়লাভ করলে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। কারণ ট্যারিফ বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গার্মেন্টস সেক্টর। এর ফলে আমদানিরপ্তানি ব্যয় বৃদ্ধি পাবে, বাজারে দ্রব্যমূল্য বাড়বে এবং শেষ পর্যন্ত বর্ধিত ট্যারিফের বোঝা ভোক্তাকে বহন করতে হবে। ৪১ শতাংশ ট্যারিফ বৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে এর চেয়ে বহুগুণ বেশি ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে। অথচ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি নীট লাভ করে, এ অবস্থায় ট্যারিফ বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। গত ২৭ অক্টোবর চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে আমদানিরপ্তানি কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন ও ইউনাইটেড বিজনেস ফোরামের মধ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শওকত আলী।

বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ’র পরিচালক ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম বলেন, আমদানিরপ্তানির প্রতিটি ধাপে সিএন্ডএফ এজেন্টদের ভূমিকা অপরিসীম। রাজস্ব আহরণে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষ অতিথির বক্তব্যে ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মো. আমিরুল হক বলেন, ইউনাইটেড বিজনেস ফোরামের মূল লক্ষ্য হলো সকল ব্যবসায়ীকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, ব্যবসায়িক ব্যয় হ্রাস করা এবং ন্যায়ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠা করা।

সভাপতি এস এম সাইফুল আলম বলেন, ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজই চট্টগ্রামের ব্যবসাবাণিজ্যকে আরও গতিশীল, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করে তুলতে সক্ষম হবে। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন সবসময়ই ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে চেম্বারের পাশে থাকবে। সাধারণ সম্পাদক মো. শওকত আলী বলেন, কাজ করতে হলে পদ লাগে না, আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী তারই প্রমাণ। সভায় আরও বক্তব্য দেন, নির্বাচনে প্রার্থী মো. আমজাদ হোসাইন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, মো. নুরুল ইসলাম, এ এস এম ইসমাইল খান, মো. শফিউল আলম, সরোয়ার আলম খান, মো. জাহিদুল আলম খান, মো. গোলাম সরওয়ার, মো. শহিদুল ইসলাম চৌধুরী, বারবিডার সাবেক সভাপতি মাহবুবুল হক চৌধুরী বাবর, এসোসিয়েশনের প্রথম সহসভাপতি মো. নুরুল আবছার, দ্বিতীয় সহসভাপতি মো. সাইফুদ্দিন, বন্দর সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, আইন সম্পাদক এসএম ফরিদুল আলম, বন্দর স্ট্যান্ডিং কমিটির কোচেয়ারম্যান সাধন কান্তি বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে অগ্নি ও ভূমিকম্প নিরাপত্তা বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধগণিতে শূন্যের ধারণা