নগরীর বন্দর থানাধীন ধুমপাড়া এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. সাহাবুদ্দিন।
তিনি ধুমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৬ মে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি সাহাবুদ্দিন।
খবর পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি। পরবর্তীতে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।