চট্টগ্রামে ২৪ ঘণ্টা না পেরুতেই গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধ। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
রবিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক একই এলাকার দিদারের ভাড়া ঘরে থাকতেন। আহত ওই নারী আব্দুল খালেকের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।
বন্দর থানার ডিউটি অফিসার এএসআই খাদিজা পারভীন বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গেই আমাদের থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসময় আহত দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে আব্দুল খালেক নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ওই ঘরে কোনো সিলিন্ডার ছিল না; তবে লাইনের গ্যাস ছিল। ধারণা করা হচ্ছে, লাইনের গ্যাস থেকেই কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে।’