চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটস্থ বন্দর কর্তৃপক্ষের প্রায় দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এই ভূমি উদ্ধার করা হয়।
বন্দর সূত্র জানায়, গতকাল সকাল থেকে বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পতেঙ্গা ১২ ও ১৪ নম্বর খালপাড়ে অবৈধভাবে গড়ে তোলা ১৫০টির মতো দোকান পাটসহ নানা স্থাপনা উচ্ছেদ করা হয়। বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিন জানান, বিমানবন্দরের প্রবেশমুখে বন্দরের ২ একর জায়গা বহুদিন ধরে কিছু লোকজন দোকানপাট নির্মাণ করে অবৈধভাবে দখল করে রেখেছিল। গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।