বন্দরের তিন একর জায়গা দখলমুক্ত

তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর উত্তর আবাসিক এলাকায় অবৈধ দখলে থাকা তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত উক্ত জায়গা উদ্ধার করেন। এই বন্দরের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটসহ তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বন্দর সূত্র জানিয়েছে, গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট ও অথরাইজড অফিসার গৌতম বাড়ৈর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ ও আনসারের সহায়তায় পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। বন্দর কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে বলেও সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামাইর ছুরিকাঘাতে শ্বশুর খুন
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্ট ট্রাম্পকে আবার অভিশংসন করার হুমকি