বন্দরের জেনারেল কার্গো বার্থের ৬ জেটির কার্যক্রম তিন ঘণ্টা বন্ধ রেখে শ্রমিকদের আন্দোলন

আজাদী প্রতিবেদন

১০ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ৬টি জেনারেল কার্গো বার্থের শ্রমিকেরা একযোগে কাজ বন্ধ করে দেন। ১০ শতাংশ মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা গতকাল বিকেল চারটা থেকে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে তাদেরকে বর্ধিত মজুরি প্রদানের আশ্বাস প্রদান করা হলে রাত ৭টা নাগাদ শ্রমিকেরা কাজে যোগ দেন। শ্রমিকদের আন্দোলনের কারণে তিন ঘণ্টা বন্দরের জেনারেল কার্গো বার্থের ছয়টি জেটির কার্যক্রম বন্ধ ছিল।

সূত্র জানিয়েছে, বন্দরের জেনারেল কার্গো বার্থে ছয়টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান পণ্য হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করে। বার্থ অপারেটরদের সাথে শ্রমিকদের ১০ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার চুক্তি রয়েছে। কিন্তু বার্থ অপারেটরেরা এই অর্থ পরিশোধ না করায় শ্রমিকেরা ক্ষুব্ধ ছিল। গতকাল বিকেল ৪টার শিফটে কাজে যোগ দেয়া থেকে বিরত থাকেন শ্রমিকেরা। তারা বলেন, ১০ শতাংশ বাড়তি মজুরি পরিশোধ করা না হলে তারা কাজে যোগ দেবে না। তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করেও কাজে যোগ দেয়াতে ব্যর্থ হন বার্থ অপারেটরেরা। পরবর্তীতে বর্ধিত মজুরি পরিশোধ করা হবে মর্মে আশ্বাস প্রদান করার পর রাত ৭টা নাগাদ শ্রমিকেরা কাজে যোগ দেন। একজন বার্থ অপারেটর জানিয়েছেন, শ্রমিকেরা বাড়তি মজুরি দাবি করলেও তারা শিপিং এজেন্টদের কাছ থেকে বাড়তি টাকা পাচ্ছেন না। এতে করে শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব হয়নি। এখন আমরা বাধ্য হয়ে শ্রমিকদের ১০ শতাংশ ইনক্রিমেন্ট পরিশোধ করবো। তবে শিপিং এজেন্টদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন খাতের পাওনা বাড়ানো না হলে বিষয়টি জটিলতার দিকে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধ৪,২০০ কেজি আমদানি নিষিদ্ধ ঘনচিনি জব্দ
পরবর্তী নিবন্ধ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা